YouTube Transcript:
📚 RRB NTPC 2025 |🔥 Indian Missile GK 2025 | Static GK in Bengali | Defence Static + Current GK
Skip watching entire videos - get the full transcript, search for keywords, and copy with one click.
Share:
Video Transcript
View:
হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম টু
নলেজ একাউন্টস তোমাদের ভারতের মিসাইল
অনেকে আজকে কমেন্ট করেছো সকালের ক্লাসে
ভারতের মিসাইল সম্পর্কে একটা জিকে ক্লাস
দেবার জন্য তো দেখো মিসাইলের প্রশ্ন আমি
আগেও তোমাদের করিয়েছি এবং যারা যারা
আরআরবি এনটিপিসির বুলেট ব্যাচে বা রেলওয়ে
গ্রুপ ডি ব্যাচে আছো তারা ওখানে প্রশ্ন
পেয়েছো কিন্তু আজকে আমি এই ভিডিওটাতে
যেগুলো তোমাদের আরআরবি এনটিপিসিতে
আগেরবারে এসেছিল তার ভিত্তিতে আজকে কিছু
প্রশ্ন করাবো এগুলো অবশ্যই পরীক্ষার আগে
দেখে যাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন
এসেছে সেটাও আমি দেখাবো ভিডিওতে। আর তা
সেই অনুযায়ী তোমরা কোন কোন প্রশ্নগুলো
এটলিস্ট দেখে যাবে। যারা যারা এই টপিকটা
করোনি ভালোভাবে দেখে নাও। যেমন ধর
অগ্নিফাইভ মিসাইল কিসের জন্য ইউজ করা হয়?
ভারতের প্রথম স্বদেশী মিসাইল কোনটা?
পৃথিবীর দ্রুততম ক্রুজ মিসাইল কোনটা?
ব্রাম্বস ক্ষেপণাস্ত্রের সর্বাধিক গতি কত?
নির্বাহ ক্ষেপণাস্ত্র কোন ধরনের
ক্ষেপণাস্ত্র? এই জায়গাগুলো থেকে প্রশ্ন
তোমাদের আছে। চল কন্টিনিউ করি। দেখলেই
বুঝতে পারবে। আচ্ছা এখানে এরকম সিরিজের
তোমাদের লাস্ট যে কটা ক্লাস হয়েছে কে কোন
খেলা জিতেছে এই লাস্ট দুদিন ধরে আমি
তোমাদের যেগুলো ফাইনাল মিনিট সাজেশন
দিচ্ছি বিশ্বের ভূগোলের 100 টা প্রশ্ন
তারপরে কোন খেলা কোথায় হবে বর্তমানে কে
কোন পদে আছেন এগুলো তোমরা যারা যারা
আগেরগুলো দেখোনি অবশ্যই দেখে নাও অবশ্যই
তোমাদের একটা সাজেস্টিভ ক্লাস যেহেতু
অবশ্যই দেখে নেওয়া উচিত আরেকটা জিনিস
কুইক রিভিশনেও এটা কাজে লাগবে এগুলোর ফ্রি
পিডিএফও তোমরা আমাদের অ্যাপের এখানে ফ্রি
নোট সেকশনে পাবে ওখান থেকে তোমরা পড়াশোনা
করতে পারো
বাকি তোমরা যদি পেড পিডিএফ চাও বিশ্বের
ভূগোল 700 প্লাস জিকে প্রশ্ন আর রিসেন্টলি
তোমাদের জন্য রেডি করে দেওয়া হয়েছে
স্ট্যাটিক জিকের থাউজন্ড প্লাস একদম
সাজেস্টিভ জিকে কোশ্চেন ওয়ান লাইনার এবং
কারেন্ট এফেয়ার্সের মান্থলি ইয়ারলি
পিডিএফ এগুলো তোমরা ওর পাশেই ইবুক সেকশন
থেকেও কালেক্ট করতে পারো আর কারেন্ট
এফেয়ার্সের স্পেশাল অফারটা আজকেই লাস্ট
ডেট মানে আগামীকাল লাস্ট ডেট 25 মে
পর্যন্ত তোমাদের এই অফারটা থাকবে এখানে
সমস্ত জিনিস তোমাদের একসাথে দেওয়া রয়েছে
সিট কুপন কোড ইউজ করে নেবে সবাই। আর
এক্সাম ভালোভাবে দাও সবাই। মক টেস্ট
তোমাদের জন্য রেডি করে দেওয়া আছে। এগুলো
আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশনে তোমরা
পাবে। ব্যাচে জয়েন করতে চাইলে যেকোন
ব্যাচে এসএসসি ডবলিউবিপি কেপি বা রেলওয়ে
তোমরা ওপরে বা নিচে দেওয়া কন্টাক্ট
নাম্বারে যোগাযোগ করতে পারো। ডাইরেক্ট এই
কোর্স সেকশন থেকে জয়েন করা যাবে আমাদের
অ্যাপের। কিছু কোয়ারিস থাকলে জিজ্ঞাসা
করার থাকে, আলোচনা করার থাকলে তোমরা ওপরের
বা নিচে দেওয়া নাম্বারে হোয়াট্যাপ অথবা
কল করে আমাদের সাথে কন্টাক্ট করতে পারো।
তো চল স্টার্ট করব।
দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে রুদ্রম টু
কোন ধরনের ক্ষেপণাস্ত্র এইরকম ভাবে
তোমাদের ঠিক প্রশ্ন আসে আমি একদম বেশি
জিনিস তোমাদের সাথে আলোচনা করবো না মাত্র
30 টা প্রশ্ন রেখেছি তার মধ্যেই পুরো
টপিকটা শেষ করে দেব রুদ্রমটু যেটা এটা
হচ্ছে একটা এয়ার টু সারফেস মিসাইল এইটা
সবথেকে বেশি এই ধরনের প্রশ্নগুলো আসে মানে
এটা কি ধরনের মিসাইল এটা এয়ার টু সারফেস
মিসাইল মনে রাখবে এটা একটা অন্টি
রেডিয়েশন ক্ষেপণাস্ত্র যে যে পয়েন্টগুলো
বলছি একটু ভালো করে সবাই এগুলো কিন্তু নোট
করে রাখবে। এটা হচ্ছে অন্টি রেডিয়েশন। মনে
রাখবে। আর এটা 2024 তারিখে উড়িসার উপকূল
থেকে মানে উৎক্ষেপণ পরীক্ষাটা করা হয়েছিল।
মানে উড়িসার উপকূল থেকে। এটা 2024 মানে
একদম লেটেস্ট। সেই কারণে এটা মনে রাখবে।
এবং এতে যে বিমানটা ইউজ করা হয়েছিল যেহেতু
এয়ার টু সারফেস মানে কোন একটা বিমান এখানে
ইউজ করা হবে। তো
এসইউথ এম কে আই
এই বিওয়ান টাকে ইউজ করা হয়েছিল এটাকে
পরীক্ষা করার জন্য। এয়ার টু সারফেস মিসাইল
মনে রাখবে। নেক্সট অগ্নি ক্ষেপণাস্ত্র কোন
ধরনের ক্ষেপণাস্ত্র? অগ্নি ইজ ভেরি ভেরি
ইম্পর্টেন্ট। আমরা কদিন আগেই দেখছিলাম
অগ্নি নিয়ে খুব কথা উঠছিল। এটা হচ্ছে
সারফেস টু সারফেস মিসাইল। অগ্নি। আমি একটু
ডিটেলস বলে দিই। এগুলো কাজে লাগবে। দেখো
কিরকম আমি তোমাদের বলেছিলাম প্রুফ দেখাব।
এরকম এসেছে অগ্নি ওয়ান যেটা এটা যে একটা
মাঝারি পাল্লার ব্যালেস্টিক মিসাইল এটা
তোমাদের এ আরআরবি এনটিপিসি 2021 এ এসেছে
মাঝারি পাল্লার স্বল্প পাল্লার না
দূরপাল্লার রেঞ্জ বলা হয় পাল্লা মানে
রেঞ্জ তো রেঞ্জগুলো কিন্তু মিসাইলের
তোমাদের এসেছে চার পাঁচটা মিসাইলের রেঞ্জ
আমি বলে দেব তার রেঞ্জগুলো অবশ্যই দেখে
রাখবে আচ্ছা এইটা তো এখানে এই রেঞ্জটা
এখান থেকে দেখে রাখলে আর দূরত্বটা একটু
দেখে রাখবে দেখ অগ্নিফাইভটা সপ সম্পর্কে
একটু দেখে রাখবে অগ্নি ওয়ান সম্পর্কে একটু
দেখে রাখবে এটা যেহেতু ফার্স্ট ভার্সন আর
এটা হচ্ছে তোমার অগ্নিফাইভটা লেটেস্ট
ভার্সন এরপরে সিক্স বা অগ্নিপি এগুলো রেডি
হচ্ছে এখনো ফাইনাল রেডি কিন্তু হয়নি
সেইজন্য অগ্নি ফাইভটাও আমাদের দেখে রাখতে
হবে দেখো এটাও তোমাদের এসেছিল আরআরবি
এনটিপিসি 2021 এ অগ্নি রিলেটেড এই
জায়গাগুলো একটু তোমাদেরকে কিন্তু করে
রাখতে হবে আমি অন্য কোন মিসাইলের কথা বলবো
না কিন্তু অগ্নি মিসাইলটা তোমরা এই
জায়গাগুলো একটু পড়ে রাখবে কোনটা মাঝারি
পাল্লার মধ্যবর্তী মাঝারি একই
লঘুবার বিশিষ্ট কোনটা স্বল্পপাল্লার কোনটা
দূরপাল্লার কোনটা আন্তমহাদেশী ব্যালস্টিক
মিসাইল এই সমস্ত বিষয়টা একটু দেখে রাখবে
আর এই মিসাইল সম্পর্কে যদি কারো জানার
ইন্টারেস্ট থাকে যেই ব্যালেস্টিক মিসাইল
কিভাবে কাজ করে ক্রুজ মিসাইল কিভাবে কাজ
করে তাহলেও তোমাদের একটা ক্লাস দেওয়া আছে
তোমাদের এখন এই মুহূর্তে প্রয়োজন নেই যদি
তোমাদের মনে হয় যে আমরা একবার দেখবো
তাহলে নলেজ একাউন্টের একটা আছে মিসাইল বলে
মিসাইল সিস্টেম অফ ইন্ডিয়া তোমরা সার্চ
করে দেখো আমি দু বছর আগে তোমাদের বুঝিয়ে
দিয়েছিলাম এই জায়গাতে
যাই হোক নিম্নের কোন মিসাইলটা ডিআরডিও
দ্বারা তৈরি হাইপারসোনিক সারফেস টু সারফেস
ট্যাক্টিক্যাল মিসাইল। ঠিক আছে? এটা একটা
ট্যাক্টিক্যাল মিসাইল। প্রথম কথা দ্বিতীয়
হচ্ছে সারফেস টু সারফেস। মনে রাখবে। এটা
হচ্ছে আমাদের সৌর্য। সৌর্য মিসাইল। এটা
700 থেকে 1900 কিলোমিটার হচ্ছে এটার
রেঞ্জ। মানে পাল্লা যেটা বলছি। তারপরে
ভারতের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের
নাম কি? মানে ব্যালিস্টিক মিসাইল। প্রথম
ব্যালিস্টিক মিসাইল যেটা সেটা হচ্ছে
আমাদের পৃথিব।
ঠিক আছে? এই মিসাইলেরও কিছু আমি কথা বলব।
এখান থেকেও তোমাদের অনেক প্রশ্ন আসে। যেমন
দেখো এনটিপিসি 2021 এ এসেছিল যে প্রিসাইল
মিসাইল ভারতের তৈরি প্রথম ব্যালেস্টিক
মিসাইল। এটা ভূমি থেকে ভূমির
স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মানে হচ্ছে
সারফেস টু সারফেস শর্ট রেঞ্জ
মিসাইল। পৃথির বিকাশ 1983 তে স্টার্ট
হয়েছিল। এটাও ইম্পরটেন্ট। এখান থেকে করে
রাখবে। অগ্নিপৃথি দুটোই খুব ভালো করে দেখে
রাখবে। 1988 সালে অন্ধ্রপ্রদেশের শ্রী
হরিকোটায় প্রথমবার পরীক্ষামূলক উৎক্ষেপণ
এটা করা হয়। এটা 150 কিলোমিটার থেকে 300
কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে
পারে। আর পৃথিবীও টু থ্র এই তিনটে আমাদের
ভার্সন রয়েছে। একটা 1988 তে হয়েছিল। একটা
1996 একটা 2004 এ আস্তে আস্তে আস্তে আস্তে
সেটাকে ডেভেলপ করা হয়েছে। বর্তমানে 350
থেকে 600 কিলোমিটার এটার দূরত্ব এবং 5600
কেজি ওয়ারহেড। এটা মানে এটা টোটাল ওজন আর
কি। আচ্ছা এবার হচ্ছে ব্রাম্বস
ক্ষেপণাস্ত্রের উন্নয়নে ভারত কোন দেশের
সাথে সহযোগিতা করেছে? ব্রাম্বস মিসাইল
সম্পর্ক একটু আমাদের দেখে রাখতে হবে।
এখানে দেখো আমি একটা কথা বলে দিই। আমাদের
যে ডিআরডিও রয়েছে ডিআরডিও
50.5% শেয়ার এবং রাশিয়ার যে এনপি এওএম
আছে এটা হচ্ছে রাশিয়ার। ঠিক আছে? কার?
রাশিয়া। মনে রাখবে এর পারসেন্টেজ 49.5%
55.5%
মানে হচ্ছে শেয়ার বেশি আমাদের ডিআরডিও
অর্থাৎ ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এবং
রাশিয়া যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে
এবং এটার নামকরণও করা হয়েছে কিসের ভারতের
হচ্ছে তোমার যে আমাদের ব্রহ্মপুত্র আছে
ব্রহ্মপুত্র আর রাশিয়ার মস্কো এই দুটোর
নাম অনুসারে রাখা হয়েছে ঠিক আছে
ব্রহ্মপুত্র মস্কো থেকে ব্রাহ্মভোষ মনে
রাখবে আর এটা 2001 সালে তোমার হচ্ছে
উড়িসার চাঁদীপড়ে ম্যাক্সিমাম উড়িসার
চাঁদীপুরেই হয়। তো উড়িসার চাঁদীপুর থেকে
এটা প্রথম পরীক্ষা করা হয়েছিল। এই কটা
ব্রাম্বস সম্পর্কে আমি বলে দিলাম। এগুলো
খেয়াল রাখবে। আর অবশ্যই এটা কিন্তু একটা
ক্রুজ মিসাইল। ব্রাম্বসটা কিন্তু একটা
ক্রুজ মিসাইল। এটা কিন্তু কোন ব্যালেস্টিক
মিসাইল নয়। মনে রাখবে যেকোন জায়গা থেকে
লঞ্চ করা যেতে পারে
ব্রাম্বসটাকে। আচ্ছা তো এখানে আমাদের
তাহলে রাশিয়া হয়ে যাবে উত্তর। তারপর
হচ্ছে আকাশ ক্ষেপণাস্ত্র কোন ধরনের
ক্ষেপণাস্ত্র? আকাশ মিসাইল। আকাশ মিসাইল
যেটা এটা হচ্ছে সারফেস টু এয়ার। সারফেস
থেকে এয়ার দেওয়ার জন্য আকাশ মিসাইল করা
হয়। দেখো এটাও একটা মাঝারি পার্লার অর্থাৎ
মিডিয়াম রেঞ্জ মিসাইল। আর এখানে এনটিপিসি
থেকে দেখো রেঞ্জটা আবার এসেছে তোমাদের
বললাম রেঞ্জ আছে পরীক্ষায় ব্যালেস্টিক
মিসাইল যেগুলো যে ভালো ভালো রয়েছে আমাদের
সেগুলো সম্পর্কে রেঞ্জগুলো অবশ্যই দেখে
রাখবে সবাই। 4.5 টুট মানে 25 কিলোমিটার
এটার রেঞ্জ। কেমন? নাক ক্ষেপণাস্ত্র কোন
ধরনের ক্ষেপণাস্ত্র? আরআরবি এনটিনপিসি
2021 এ তোমাদের বুলেট ব্যাচে কিন্তু
এইগুলো একদম ডিটেলসে খুব সুন্দর করে আমি
করে দিয়েছিলাম। যারা যারা ব্যাচে আছো আশা
করি তোমরা দেখেছো। তোমরা এইগুলো এটলিস্ট
ওখান থেকেও আরো সিলেক্টেড এগুলো তোমরা
পড়ে যাবে। নাক ক্ষেপণাস্ত্র কোন ধরনের
ক্ষেপণাস্ত্র এটা হচ্ছে তোমার অন্টি
ট্যাংক গাইডেড মিসাইল। অন্টি ট্যাংক
গাইডেড মিসাইল। মনে রাখবে। ব্রাম্বস
ক্ষেপণাস্ত্রের সর্বাধিক গতিগত এটাও
তোমাদের পরীক্ষাতে এসেছিল। এইখানে অপশন
অনুযায়ী আমাদের 2.8 কিন্তু এটা মোটামুটি
অনেক জায়গাতে 2.8 এইট থেকে থ্রিও দেয়া
আছে মনে রাখবে এটার ম্যাকফর ম্যাকফাইভ
এগুলো ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে ম্যাক
এইট পর্যন্ত ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে
কিন্তু এখন এভেলেবিলিটি কিন্তু ম্যাক
2.823
এটা হচ্ছে এখনো পর্যন্ত সর্বাধিক গতি এর
পরে আরো ম্যাকফফ ঠিক আছে এগুলো চেষ্টা করা
হচ্ছে নেক্সট হচ্ছে অগ্নিফাইভ
ক্ষেপণাস্ত্র যেটা এর সর্বাধিক পরিসীমা কত
অগ্নিফাইভ এটা আমি ওখানেই আলোচনা করে
দিয়েছি তবু এখানে এসেছে তার কারণ এটা
একটা ইয়ারে তোমাদের এসেছে 5000 থেকে 5500
কিলোমিটার অগ্নিফাইভ এ মারাত্মক সাংঘাতিক
একদম পৃথি ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কোন
কর্মসূচির অধীনে করা হয়েছে পৃথি
ক্ষেপণাস্ত্র আবারো দেখো পৃথি পৃথি আমাদের
এসেছে প্রশ্নতে
আইজিএমডিপি। আইজিএমডিপি এটা কিছুই নয়। এটা
একটা প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড গাইডেড
মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলা হয়। কি
বললাম? আরেকবার দেখে নাও। ইন্টিগ্রেটেড
গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
এইটা 1983 সালে স্টার্ট হয়েছিল। এটা মনে
রাখবে। ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল
ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে স্টার্ট হয়?
ঠিক আছে? আমাদের মানে ভারত তার
প্রতিরক্ষার প্রয়োজনে জেসিও যে আমাদের যে
এখানকার তৈরি যে মিসাইল সেগুলোর
টেকনোলজিকে ডেভেলপ করার জন্য এই প্রোগ্রাম
স্টার্ট করে আইজি এমডিবি ইন্টিগ্রেটেড
গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 1983
তে ভালোভাবে এটা মনে রাখবে এইটা দেখে
রাখবে সৌর্য ক্ষেপণাস্ত্র কোন ধরনের
ক্ষেপণাস্ত্র সূর্য হচ্ছে তোমার একটা
ব্যালেস্টিক মিসাইল ঠিক আছে এটা হচ্ছে
তোমার সারফেস টু সারফেস এস টু এস মানে
হচ্ছে সারফেস টু সারফেস এবং এটা এটাও একটা
ট্যাক্টিক্যাল মিসাইল। এই এই টার্মগুলো এই
টার্মগুলো আমি এই ভিডিওতে বললে অনেক বড়
হয়ে যাবে। তোমরা যদি পারো মিসাইলের
ডিটেলস ক্লাসটা একটু দেখে নিও। হোয়াট ইজ
ট্যাক্টিক্যাল তোমরা ওখান থেকে জানতে পেরে
যাবে। এটার দূরত্ব হচ্ছে তোমার 700 থেকে
1900 কিলোমিটার। এটা অলরেডি একবার বললাম
তোমাদের। বারাক এইট ভেরি ভেরি
ইম্পর্টেন্ট। বারাক এইট যে মিসাইল এটা কোন
ধরনের মিসাইল? বারাক এইট মিসাইলটা হচ্ছে
সারফেস টু এয়ার। ভূমি থেকে আকাশ মানে
হচ্ছে সারফেস টু এয়ার। এটাকে আরেকটা নাম
আছে এটার বারাকের আরেকটা নাম আছে সেটা
হচ্ছে তোমার এল আর স্যাম বা এম আর স্যাম
এটা ইন্দো ইসরাইয়েল সারফেস টু এয়ার মিসাইল
একটা। ইন্দো এটা এটার সাথে আমাদের
ইন্ডিয়ার কানেকশন আছে। আমি পরের ক্লাসে
বলব তোমরা আপাতত এই জায়গাটা একটু দেখে
রাখবে। এটা ইন্দো ইসরাইল একটা সারফেস টু
এয়ার মিসাইল। কি বললাম? সারফেস টু এয়ার।
এস এ সারফেস টু এয়ার মিসাইল। তারপর হচ্ছে
নির্ভয়া ক্ষেপণাস্ত্র। এটা কোন ধরনের
ক্ষেপণাস্ত্র? নির্ভয়া। এটা তোমাদের
এসেছিল পরীক্ষায়। এটা হচ্ছে একটা ক্রুজ
মিসাইল। নির্ভয়া একটা ক্রুজ মিসাইল। দেখো
এখানে আমি দেখাচ্ছি তোমাদের এসেছিল কিরকম।
আরআরবি এনটিনসি 2021 সিএইচএসএল 2019 এ
এসেছিল। এটা কত কিলোমিটার দূরত্ব অতিক্রম
করতে পারে। ঠিক আছে? তো রিসেন্ট যেগুলো
আছে নিউজে এগুলো অবশ্যই ভালো করে দেখে
যাবে। আমি তোমাদের কারেন্ট এফেয়ার্সের
ছটার সময় প্রত্যেকটা জিনিস কভার করেছি।
ঠিক আছে? আমি তবুও চেষ্টা করছি এখানে আরো
একটু সাজেস্টিভ করে দেওয়ার। যাতে তোমরা
যারা যারা এগুলো পড়োনি একবার দেখে যেতে
পারো। ত্রিশুল ক্ষেপণাস্ত্র কোন ধরনের
ক্ষেপণাস্ত্র? ত্রিশুল যে মিসাইলটা এটা
হচ্ছে একটা সারফেস টু এয়ার মিসাইল। ভূমি
থেকে আকাশ মিসাইল। ঠিক আছে? এটাও এমটিএস
2011 তে কিন্তু এসেছিল। ত্রিশুল মিসাইল
হলো একটা স্বল্প পরিসরের মানে হচ্ছে শর্ট
রেঞ্জের একটা মিসাইল। সারফেস টু এয়ার।
আর এটার ওজন 330 কেজি এবং এটা 15 কেজি
ওয়ারহেড বহন করতে পারে এবং 12 কিলোমিটার
দূরত্ব অতিক্রম করতে পারে। বৃত্তি টু
ক্ষেপণাস্ত্রের পরিসীমা কত? যদি জিজ্ঞাসা
করা হয় তোমরা তাহলে কি বলবে? 350
কিলোমিটার। অগ্নিফোর ক্ষেপণাস্ত্র কোন
ধরনের ক্ষেপণাস্ত্র? এইভাবে প্রশ্ন
তোমাদের আসতে পারে। ঠিক আছে? কি বলবে?
ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালেস্টিক।
মধ্যবর্তী যে বলছিলাম মধ্যবর্তী রেঞ্জ এটা
হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ। ওখানে যে
মধ্যবর্তীটা লেখা আছে ওগুলি ফোর সৌর্য
ক্ষেপণাস্ত্রের সর্বাধিক পরিসীমা কত সৌর্য
যে ক্ষেপণাস্ত্র বললাম ওর সর্বাধিক
পরিসীমা হচ্ছে 750 মিটার ধানুষ
ক্ষেপণাস্ত্রের ড্যাশ ক্ষেপণাস্ত্রের একটি
নৌ সংস্করণ কোন ক্ষেপণাস্ত্র আকাশ অগ্নি
নাক না পৃথি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট
পৃথির এটা হচ্ছে একটা নৌ সংস্করণ
ঠিক আছে নৌ সংস্করণ মানে তোমরা এটা বুঝতেই
পারছো জাহাজ থেকে জাহাজ জাহাজ থেকে সারফেস
এগুলোতে করা হয় এটার ধারণ ক্ষমতা হচ্ছে
তোমার 500 কেজি থেকে হাজার কেজি ওজন
বিশিষ্ট বোমা মানে ওয়ারহেড নিয়ে যেতে
পারে 350 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে
যেতে পারে আর এই মিশালে টোটাল ওজন হচ্ছে
4টা মানে 4500 কেজি আর কি 4500 কেজি হ্যা
অডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম বা এডি
ক্ষেপণাস্ট কোন ধরনের ক্ষেপণাস্ট্র এডি
মিসাইল এডি মিসাইল হচ্ছে একটা অন্টি
ব্যালস্টিক মিসাইল মানে ব্যালস্টিককে নষ্ট
করার জন্য তৈরি ভারতের প্রথম ব্যালস্টিক
মিসাইল সাবমেরিন কোনটা যেটা ব্যালস্টিক
মিসাইলকে বহন করতে পারে। ব্যালেস্টিক
মিসাইল এনেবেল যে সাবমেরিন সেটা প্রথম
হচ্ছে আমাদের আইএনএস এরিহান।
ঠিক আছে? আইএনএস এরিহান্ট হয়ে যাবে। পৃথি
থ্রি ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র
এটা তোমাদের এতক্ষণ ধরে আলোচনা করছি। আশা
করি বুঝতে পারছো। মিডিয়াম রেঞ্জ
ব্যালস্টিক মিসাইল। আমি বারবার এগুলো
বলছি। সমস্ত মিসাইল কত দূরত্ব অতিক্রম
করতে পারে? কার রেঞ্জ কতটা সেটা কোথা থেকে
উৎক্ষেপণ করা হয়? এই কয়টা জিনিস ভালো করে
করে রাখবে। যে কটা মিসাইল এটলিস্ট আমি এই
30 টা প্রশ্ন ধরে তোমাদের সাথে আলোচনা
করছি। এখানে দেখো আরেকটা আছে আমাদের
ব্রাহ্মস ত্রিশুল অগ্নিধানুষ। সবকটা
সম্পর্কেই তোমাদের সাথে আলোচনা হলো। তোমরা
এবার বল সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র বা
সারফেস টু এয়ার মিসাইল কোনটা? এরকমভাবেও
প্রশ্ন হবে। সারফেস টু এয়ার মিসাইল আমাদের
কি হয়ে যাবে? ত্রিশুল হয়ে
যাবে। ধ্রুবস্ত্র মিসাইল এটা কোন ধরনের
ক্ষেপণাস্ত্র? এটা একটা কারেন্ট আপডেট।
ভ্রুস্ত্র মিসাইল যেটা এটা হচ্ছে অন্টি
ট্যাংক গাইডেড। এটা ডিটেইলস একটা ক্লাস
তোমাদের সাথে আমি করেছিলাম। এন্টি ট্যাংক
গাইডেড মিসাইল। এটা এটা একটা শর্ট রেঞ্জের
এরকম ধরনের একটা পরীক্ষামূলক প্রথম করা
হয়েছে। এটা শর্ট রেঞ্জের মানে এয়ার টু
সারফেস। এটা হচ্ছে এয়ার টু সারফেস একটা
মিসাইল। তারপরে অগ্নি টু ক্ষেপণাস্ত্রের
সর্বাধিক পরিসীমা। আবার দেখো অগ্নিটু
ক্ষেপণাস্ত্রের সর্বাধিক পরিসীমা 2000
থেকে 3000 কিলোমিটার। 2021 সালের অক্টোবর
মাসে কোন দেশ প্রথমবার হাইপারসোনিক সিরকন
ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল? এই প্রশ্নটা
আমি শুধু উদাহরণের জন্য দিয়েছি। আমি একটা
কথা এখান থেকে বলব। দেখো কারেন্ট
এফেয়ার্সে তোমাদের আমি এরকম প্রায়ই বলি
যে চীনের একটা মিসাইল, কি রাশিয়ার একটা
মিসাইল, কি ইসরাইলের একটা মিসাইল, কি
ইরানের একটা মিসাইল এইগুলো কিন্তু
ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এগুলো
পরীক্ষায় আসে। কারেন্ট এফেয়ার্স আমি যখন
করব সোমবারে তোমাদের সাথে ওইখানে থাকবে।
ওখানে প্রশ্নগুলো কভার হয়ে যাবে। অবশ্যই
ওগুলো কিন্তু এর সাথে জুড়ে নিতে হবে। এটা
আমাদের হয়ে যাচ্ছে রাশিয়া। এটা কি হয়ে
যাবে? রাশিয়া হয়ে যাবে। নিম্নলিখিত কোন
জায়গা থেকে ভারতের স্বল্পপাল্লার
ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র পৃথিটু সফলভাবে
পরীক্ষা করা হয়েছিল? এগুলো ন্যাচারালি
মানে ম্যাক্সিমাম উড়িসার চাঁদীপুর থেকেই
করা হয়। ঠিক আছে? উড়িসার চান্দিপুর থেকে
করা হয়ে থাকে। এটা আমাদের একটা সারফেস টু
সারফেস মিসাইল। মনে রাখবে সারফেস টু
সারফেস এবং শর্ট রেঞ্জ এসআরবিএম। শর্ট
রেঞ্জ ব্যালস্টিক মিসাইল। এটাকে বলা হয়।
ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী কোন রকেট
সিস্টেম সফলভাবে ফ্লাইট পরীক্ষা করেছিল?
ডিআরডিও আর ভারতীয় সেনাবাহিনী রিসেন্টলি
এটা কারেন্ট এফেয়ার্সে তোমাদের সাথে
আলোচনা করেছি। কাছাকাছি ছিল বলে আমি তুলে
দিতে পেরেছি। পিনাক এম কেও খুব ভালোভাবে
আলোচনা করেছি। যারা যারা কারেন্ট
এফেয়ার্স ফলো করো মোটামুটি বুঝতে পারছো।
ঠিক আছে? এটা দেখবে। ভারত সবলভাবে কোন
স্বল্পপাল্লার ব্যালস্টিক ক্ষেপণাশ্র
পরীক্ষা করেছে? দেখ এইটাও তোমার হচ্ছে
প্রলয়। এটা বেশ কিছুদিন আগেকার জিনিস।
কিন্তু এটা করে রাখতে হবে আমাদেরকে। এটাও
সারফেস টু সারফেস মনে রাখবে। সারফেস টু
সারফেস বিষয়। ঠিক আছে? এটার রেঞ্জ 350
থেকে 500 কিলোমিটার। আর পেলোড হচ্ছে তোমার
500 থেকে হাজার কিলোমিটার। মানে এটা
ওয়ারহেড এতটা কেজি ওজনের ওয়ারহেড বহন করতে
পারে। তারপর হচ্ছে নিম্নলিখিত কোনটা? এয়ার
টু এয়ার ক্ষেপণাস্ত্র। এয়ার টু এয়ার
মিসাইল এর মধ্যে কোনটা? দেখ এটা হচ্ছে
অস্ত্র। একচুয়ালি এসটিআর এ মানে অস্ত্র
বাস্ট্রা। এয়ার টু এয়ার একটা খিপ
মিনিমিসাইল। ঠিক আছে? ডিআরডিও এমআই আরবি
প্রযুক্তিতে সজ্জিত অগ্নিফাইভ মিসাইলের
প্রথম সফল ফ্লাইট পরীক্ষা করেছে। এমআই
আরবির পূর্ণরূপ কি? এই এমআই আরভি মানে কি?
এমআই আরবি মানে হচ্ছে মাল্টিপল
ইনডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি
ভেসেল। এই ধরনের আরো অনেক কিগুলো টার্ম
আছে। এগুলো আমি কারেন্ট এফেয়ার্সে রাখছি।
সোমবার তোমরা ওখানে অবশ্যই থেকো। আমি
ওখানে তোমাদের ওগুলো কভার করে দেব। ঠিক
আছে? আমি খুঁজে খুঁজে আর পাইনি। নিয়ে আমি
যতটা পেরেছি করেছি কারণ পুরোটা এতটা
খুঁজতে গেলে তাহলে তোমাদের এই ক্লাসটা
তাড়াতাড়ি দেয়া সম্ভব হবে না। তাই
ওইগুলো কারেন্ট এফেয়ার্সই আমি বলে দেব।
আর এখানে আর ঝামেলা করলাম না। ঠিক আছে?
এটাও তোমার উড়িসার ওই এপিজে আব্দুল কালাম
দ্বীপ থেকে রিসেন্টলি মানে দেখা হয়েছিল
এবং সেখানে একটা হ্যা এইটাও মনে রাখবে
মিশন দিবস্ত্র।
মিশন দীপব্যস্ত্র নামের একটা ফ্লাইট
পরীক্ষা করা হয়েছিল। তার মাধ্যমে এটা এটা
আমরা ওখান থেকেই পেয়েছি। একচুয়ালি সফল
ফ্লাইট পরীক্ষা। মিশন দিবস সেটার নাম ঠিক
আছে এমআই আরবি মানে মাল্টিপল
ইন্ডিপেন্ডেন্টলি টার্গেবল রিএন্ট্রি
হয়েছিল ঠিক আছে এবং সম্প্রতিও কোন
ব্যালস্টিক ক্ষেপণাস সবল পরীক্ষা করছে এই
ধরনের প্রশ্ন তোমরা অনেক দেখতে পাবে এগুলো
লাস্ট দেখবে তিন চার মাস পাঁচ মাস ছ মাসের
মধ্যে যেগুলো হচ্ছে ওইগুলো কিন্তু তোমাদের
চলে আসবে ঠিক আছে আমি ওগুলোই বলছি আমি
সোমবারের কারেন্ট এফেয়ার্সের ক্লাস
ওগুলোকে কভার করব তোমরা ওখানে জয়েন করবে
আর কালকে এটা আমাদের অগ্নি প্রাইম হবে ঠিক
আছে আগামীকাল তোমাদের আমি আরেকটা ক্লাস
দেব সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল
গভমেন্টের যে স্কিমগুলো তোমরা বলছো ওইগুলো
নিয়ে তোমাদের একটা সাজেস্টিভ ক্লাস কালকে
করে দেবতো যারা যারা নতুন রয়েছো
কানেক্টেড থাকো আমাদের সাথে আমাদের
টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে নলেজ
একাউন্ট নলেজ একাউন্টে তোমরা জয়েন করে
রাখো ওখান থেকে তোমরা নোটিফিকেশন পাবে ঠিক
আছে আর এইটা থাকলো তোমাদের জন্য
হোমওয়ার্ক আয়রন বিম নামের মিসাইল
ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে
কোন দেশ এইটা তোমরা কারা কারা পড়াশোনা
করেছো দেখি উত্তর করে জানাও কমেন্ট বক্সে।
পরের ক্লাসে আবার সবার সাথে কথা হবে।
টেস্ট সিরিজ রিলেটেড বা এই পিডিএফ রিলেটেড
তোমাদের যদি কোন ইস্যু হয়, যদি কিছু
জিজ্ঞাসা করার থাকে তোমরা আমাদের উপরে
দেওয়া যে হয়াপ নাম্বার রয়েছে সেই হয়াপ
নাম্বারে কল অথবা হয়াট্যাপ করে আমাদের
সাথে আলোচনা করতে পারো। পেড টেস্ট সিরিজ,
পেড পিডিএফ এই সমস্ত কিছু নিয়ে তোমাদের
যদি কোন কিছু কোয়ারিস থাকে বা কোর্স
নিয়ে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার
থাকে তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে
নেবে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। খুব
ভালো থাকবে। এই সপ্তাহটার আমাদের হয়ে
গেলে আর একদম অল্প সময়। তার মধ্যে আমাদের
অনেকটা করতে হবে। পরের সপ্তাহে আরো অনেক
বেশি করে আমরা ক্লাস এই রিলেটেড করব এবং
টিউন থাকো। স্টে টিউনড। টেলিগ্রাম
চ্যানেলে কখন ক্লাস হচ্ছে সঙ্গে সঙ্গে করে
নাও। কেননা পরপর অনেকগুলো জিনিস আমাদেরকে
রিভিশন করতে হবে। চলো টাটা গুড নাইট।
Click on any text or timestamp to jump to that moment in the video
Share:
Most transcripts ready in under 5 seconds
One-Click Copy125+ LanguagesSearch ContentJump to Timestamps
Paste YouTube URL
Enter any YouTube video link to get the full transcript
Transcript Extraction Form
Most transcripts ready in under 5 seconds
Get Our Chrome Extension
Get transcripts instantly without leaving YouTube. Install our Chrome extension for one-click access to any video's transcript directly on the watch page.
Works with YouTube, Coursera, Udemy and more educational platforms
Get Instant Transcripts: Just Edit the Domain in Your Address Bar!
YouTube
←
→
↻
https://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc
YoutubeToText
←
→
↻
https://youtubetotext.net/watch?v=UF8uR6Z6KLc