YouTube Transcript:
WBP/KP 2025 GK Mock Test 01 💥সেরা কমনযোগ্য 50 টি GK প্রশ্নোত্তর |wbp kp constable gk questions 2025
Skip watching entire videos - get the full transcript, search for keywords, and copy with one click.
Share:
Video Transcript
হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি YouTube চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো আজকে থেকে শুরু হতে চলেছে তোমাদের আপকামিং ডবলিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা 2025 এর জন্য জিকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটের ক্লাস। তো আজকে এটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য 50 টি জিকে প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষাগুলোতে এই ক্লাসগুলো থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে? প্রত্যেকদিন সকাল 7তটায় কিন্তু এই জিকের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি কিন্তু চলছে। ওকে? তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট বাছাই করা গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন উত্তর। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে? সম্প্রতি অর্থাৎ এই বছর 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্সের প্রশ্ন। দেখো চারটি অপশন রয়েছে। অপশন এ কোডা, অপশন বি প্যারাসাইট, অপশন সি আনোড়া, অপশন ডি দ শেপ অফ ওয়াটার। সঠিক উত্তরগুলো কি হবে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপর দেখে নেবে যে 50 টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই বছর অর্থাৎ 2025 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হল আনোড়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে? তো দেখো এই যে অস্কার পুরস্কার এটি কিন্তু প্রত্যেক বছর চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। এবং আরেকটি প্রশ্ন মনে রাখবে যে এই বছর সেরা অভিনেতার পুরস্কারটা কে পেয়েছে? তো দেখো এই বছর অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতার পুরস্কারটা পেয়েছেন এডিয়েন বডি। ওকে? তো এগুলো কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো দুই নাম্বার প্রশ্ন। ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। সুলতান আলাউদ্দিন খলজী তিনি কিন্তু সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না। বাকি দেখো তিনজন কুতুবউদ্দিন আইবক তিনিও দাস ছিলেন। ইলতুতমিস তিনিও কিন্তু সিংহাসনে বসার আগে দাস ছিলেন। বলবন তিনিও কিন্তু দাস ছিলেন। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট। তিন নাম্বার প্রশ্ন ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন পত্ন ক্ষেত্র থেকে পাওয়া গিয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ আরেকটি ইতিহাসের প্রশ্ন। দেখো অপশন এ রয়েছে উতনুর অপশন বি বুরজাহম অপশন সি মেহেরগড় অপশন ডি হচ্ছে বাগড়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চাষবাসের সবথেকে প্রাচীনতম নিদর্শন এটি পাওয়া গিয়েছে মেহেরগড় সভ্যতায়। মেহেরগড় থেকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। তোমরা পারলে প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে রাখবে। তো দেখো এরপরে ছোট্ট একটিঅনাউন্সমেন্ট। তোমরা যারা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন করছো ডবলিউপি এবং কেপি পরীক্ষার জন্য। তো দেখো আমাদের সিআরপি একাডেমী তথ্যবাদানে আগামী 30শে মে থেকে একেবারে নতুন করে বেসিক লেভেল থেকে একটা নতুন ব্যাচ শুরু হতে চলেছে। শুধুমাত্র কনস্টেবল পরীক্ষার জন্য প্রিলি ও মেনস পরীক্ষার জন্য। পুলিশ তিরন্দাজ ব্যাচ। পুলিশ হবার লক্ষে একতিরেই বাজিমাত সমস্ত বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিক্তি ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা পেয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন এই রুটিন মাফিক কিন্তু সোম থেকে শনি ক্লাস চলবে যদি এই রুটিন মাফিক ক্লাস মিস হয়ে যায় তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে ওকে তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিশিয়াল হয়াপ নম্বর রয়েছে 96475362 তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর কি হবে? কমেন্টে জানাও। ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করেন আন্দামান দ্বীপের এক কয়েদি? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মেওকে। ওকে? অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো লর্ড মেও তিনি হচ্ছেন 1869 থেকে 1872 সাল পর্যন্ত। তিনি ভারতের ভাইস রয়ে ছিলেন। তাকে কে হত্যা করে? তাকে হত্যা করে শের আলী। কত সালে? 1872 সালে। ওকে? 1872 সালে কিন্তু তাকে হত্যা করা হয়। কে হত্যা করে? শের আলী। তিনি কিন্তু আন্দামান দ্বীপের এক বন্দি ছিলেন। ওকে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই ইনফরমেশন গুলো কিন্তু এখানে রয়েছে যে লর্ড মেও তিনি কিন্তু 1869 থেকে 1872 এই সময়কাল পর্যন্ত ভারতের ভাইয়েসরায় ছিলেন শের আলী তাকে হত্যা করেন তিনি আন্দামান দ্বীপপুঞ্জের একজন বন্দি ছিলেন শের আলী ওকে এবং বাকি বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে তোমরা এগুলো দেখে নিতে পারো ফ্রেন্ডস এরপরে দেখ নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভারত সরকার মানব অধিকার সুরক্ষিত করতে কবে আইন পাশ করে তোদেখ ভারত ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে কবে? সঠিক উত্তর হয়ে যাবে 1993 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস এর বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে রশ্শি সর্বাপেক্ষা শক্তি বহন করে। দেখো চারটি অপশন রয়েছে। কি কি? একটা রয়েছে আল্ট্রাভায়োলেট বা অতি বেগুন রশ্শি। একটা রয়েছে গামা রশ্শি, একটা এক্স রশ্শি রয়েছে এবং একটা রয়েছে অবলোহিত রশ্শি বা ইনফ্রাইড রশ্শি। বল সঠিক উত্তর কি হবে কমেন্টে জানাও ছয় এর এ বি সি ডি তো দেখো সবথেকে সর্বাপেক্ষা শক্তি যদি বহন করে সেটা হচ্ছে গামার রশ্শি ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই চারটি অপশনের মধ্যে সবথেকে শক্তি বহনকারী রশি হচ্ছে গামার রশ্শি তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ফ্রেন্ডস এর নেক্স আরেকটি বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে সৌরচী সৌরচলি এটি কোন নীতির উপর ভিক্তি করে কাজ করে বোলোমিটার, পাইরোমিটার, গ্রীনহাউস নাকি সৌর আলোক তড়িৎ কোষ? সঠিক উত্তর কি হবে? তো দেখো সৌরচী সঠিক উত্তর হয়ে যাবে এটি গ্রীন হাউস নীতির উপর ভিত্তি করে কাজ করে। সৌরচী এটি হচ্ছে গ্রীন হাউস নীতির উপর ভিত্তি করে কাজ করে। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস এর নেক্স দেখো ডিলাটোমিটার কিসের পরিমাপ? কিসের পরিমাপে ব্যবহৃত হয়? তো দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে দিন দিন প্রশ্নগুলো একটু মডারেট হচ্ছে এবং বর্তমানে তোমাদের 2025 সালে দাঁড়িয়ে তোমাদের ডবলিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাগুলোতে কিন্তু এই টাইপেরই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে। তো প্রশ্নে বলা হয়েছে ডিলাটোমিটার এটি কিসের পরিমাপে ব্যবহৃত হয়? এটি দিয়ে কি পরিমাপ করা হয়? তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, উপাদানের মাত্রিক পরিবর্তন নাকি তাপীয় শক্তি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিলাটোমিটার এই যন্ত্রের সাহায্যে উপাদানের যে মাত্রিক পরিবর্তন সেটা কিন্তু পরিমাপ করা হয়। ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো আরেকটি ছোট্ট গুরুত্বপূর্ণঅনাউন্সমেন্ট। তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো সাব ইন্সপেক্টর ডবলিউপি এবং কেপি। তো দেখো তোমাদের জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি 27শে মে থেকে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে। ডবল স্টার বাহুবলী ব্যাচ। এই ব্যাচেও তোমরা কিন্তু এসআই প্রিলি ও মেনস পরীক্ষার প্রস্তুতি প্রথম থেকেই পেয়ে যাবে। প্রিলি পরীক্ষার জন্য জিকে, গণিত, রিজনিং সমস্ত অধ্যায়ভিক্তি ক্লাস। আর মেনস পরীক্ষায় তোমাদের তো ডেসক্রিপটিভ পেপার থাকে। পাঁচখানা বিষয়। এই পাঁচখানা বিষয়ের ডেসক্রিপটিভ ক্লাস তোমরা কিন্তু প্রথম থেকে পেয়ে যাবে। তো এই রুটিন অনুযায়ী কিন্তু অলরেডি আমাদের ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা প্রস্তুতি করতে চাও তোমরা কিন্তু অবশ্যই এই হয়াপ নাম্বারে ডবলিউবিপি এসআই লিখে হোয়াটঅ্যাপ করে দাও। তোমরা কিন্তু বিস্তারিত ডিটেইলস পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন কি রয়েছে কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কম্পিউটারে আইসি মানে কি বা আইসির ফুল ফর্ম কি তো দেখো এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউটারে আইসি মানে হলো ইন্টিগ্রেটেড সার্কিট অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে আমি আবারও বলছি প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন কমনযোগ্য প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা বলো ডবলিউপি মেনস পরীক্ষা বলো প্রত্যেকটি পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে ওকে সুতরাং প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু খাতায় নোট করে রাখো তাহলে তোমাদের পরীক্ষার সময় কিন্তু রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন বিশ্ব জল দিবস কবে পালন করা হয় তো দেখো সম্প্রতি কিন্তু বিশ্ব জল দিবস পালন করা হলো সেটি কবে সঠিক উত্তর হবে 22শে মার্চ এবং এই বছরের থিম কি ছিল এটাও পরীক্ষাতে আছে এগুলো পরীক্ষাতে আসে তো দেখো এই বছর বিশ্ব জল দিবসের থিম ছিল গ্লাসিয়ার পিজারভেশন। ওকে? তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখ নেক্সট 11 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2000 25 এ ভারতের র্যাংক কত বা ভারতের স্থান কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের অবস্থান কত? বর্তমানে তো দেখো বিশ্ব হ্যাপিনেস র্যাংকে ভারতের বর্তমান অবস্থান হচ্ছে 118। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। সবথেকে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং আমাদের ভারতবর্ষের অবস্থান হচ্ছে 118 তম। নেক্স দেখ ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হলদিীঘাটের যুদ্ধ কবে হয়? তো দেখো হলদিীঘাটের যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? তো দেখো এই যুদ্ধ হয়েছিল আকবর এবং রানা প্রতাপের মধ্যে এবং জয়ী হয়েছিল আকবর। ভীষণ একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি অলরেডি পরীক্ষাতে এসেছে এবং তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস। এরপর দেখ নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি বল সঠিক উত্তর কি হবে আমাদের মানবদেহের চোখের কোন অংশের প্রতিসরাঙ্ক সবথেকে বেশি হয় তো অবশ্যই সঠিক উত্তরবে লেন্স এই যে লেন্স এই লেন্সের কিন্তু প্রতিসরাঙ্ক সবথেকে বেশি হয় চোখের তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন পুরস্কার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতরত্ন পুরস্কার প্রথম কবে দেওয়া হয়? তো দেখো এই যে ভারতরত্ন পুরস্কার এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান। ওকে? আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন পুরস্কার। এটি প্রথম দেওয়া হয় 1954 সালে। পাশাপাশি এই টপিক থেকে আরো প্রশ্ন পরীক্ষাতে আসে। একটু নোট করে রাখবে যে প্রথম বিদেশী ভারতরত্ন পুরস্কার প্রাপ্যকের নাম কি? প্রচুরবার এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে এসেছে। তো প্রথম বিদেশী ভারতরত্ন পুরস্কার প্রাপ্যকারকের নাম হচ্ছে খান আব্দুল গাফফর খান। যিনি 1987 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় সাদা রঙের ফিতা দিয়ে। এই পুরস্কারটি কে প্রদান করেন? রাষ্ট্রপতি। ওকে? মাননীয় রাষ্ট্রপতি এবং ভারতরত্ন এই পুরস্কারটি এই মেডেলটি কিন্তু পিপুল গাছের পাতার আকৃতি। এইযে ছবিটা দেখো এটা হচ্ছে পিপুল গাছের পাতার আকৃতি। কিন্তু এই ভারতরত্ন মেডেলটি। তাহলে এটি প্রথম দেওয়া হয় 1954 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15। ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটি প্রতিষ্ঠা করেন কে? এই প্রশ্নটিও কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে অলরেডি প্রচুর বার এসেছে। এবং এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে। তো দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? বা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কত সালে? 1784 সালে। এ সালটাও কিন্তু মনে রাখবে 1784 এ। নেক্স দেখ 16। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? নিম্নলিখিত কোন জেলায় অভ্র উৎপাদন হয়? তো দেখো অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু পুরুলিয়া জেলায় প্রচুর পরিমাণে অভ্র উৎপাদন হয় এবং পশ্চিমবঙ্গ কিন্তু গোটা ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম অভ্র খনিজ উৎপাদনে এটা মনে রাখবে ওকে তিন নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গর সবথেকে বেশি কোথায় উৎপাদন হয় কোন জেলায় পুরুলিয়া জেলায় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্স দেখ সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজ্যের এডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন আমাদের রাজ্যের বা প্রত্যেকটা একটা রাজ্যের যে এডভোকেট জেনারেল থাকে তাকে কে নিযুক্ত করেন? সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি রাজ্য বিধানমন্ডল নাকি সেই রাজ্যের রাজ্যপাল নাকি সেই রাজ্যের আইনমন্ত্রী? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? তোমরা কমেন্টে জানাও। তো দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাগুলো দীর্ঘ এক বছর ধরে বন্ধ রয়েছে। কিন্তু বর্তমানে সুখবর রয়েছে যে তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। কারণ এই সময়গুলো কিন্তু এখন নষ্ট করা যাবে না। ওকে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যের এডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন রাজ্যপাল। সেই রাজ্যের রাজ্যপাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্স দেখ 18। খুবই কমন একটি প্রশ্ন। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? দেখো এই টপিকগুলো থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে। যে কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? শিবকুমার শর্মা তিনি কি বাজাতেন? সঠিক উত্তর হয়ে যাবে সন্তুর। তিনি একজন সন্তুর বাদক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে? তো পাশাপাশি দেখো আমি ছোট্ট একটি নোট করে দিয়েছি যে কোন কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। কারণ যেহেতু এই টপিক থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। সেই কারণে কিন্তু এই নোটটি করে দেওয়া হয়েছে। এগুলো খাতায় নোট করে রাখবে। তো দেখো বাসি বাসির সঙ্গে কে কে যুক্ত? যেগুলো পরীক্ষাতে আসে। যেমন দেখো হরিপ্রসাদ চৌরাসিয়া প্রচুরবার পরীক্ষাতে এসেছে যে হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বাসী ওকে এছাড়া বাসির সঙ্গে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন যেমন রয়েছে পান্নালাল ঘোষ রয়েছে নারায়ণ ঘোষ সুভাষ কামাদ এগুলো মনে রাখবে নেক্স দেখ তবলাবাদক তবলাবাদক হচ্ছে বিখ্যাত জাকির হোসেন প্রচুরবার পরীক্ষাতে এসেছে জাকির হোসেন পন্ডিত কিশান মহারাজ এগুলো মনে রাখবে বেহালা বেহালাবাদক কে কে রয়েছেন টি এন কৃষ্ণন এল সুব্রমণ সেতারবাদক কে কে রয়েছেন? পন্ডিত রবিশংকর নিশাদ খান ওকে শামিম আহম্মেদ খান বুধাদিত্য মুখোপাধ্যায় সানাইটা ভীষণ গুরুত্বপূর্ণ ওস্তাদ বিসমিল্লাহ খান একটাই মনে রাখবে এটাই পরীক্ষাতে আসে সন্তুর পন্ডিত শিবকুমার শর্মা ওকে শরদ আলাউদ্দিন খান আমজাদ আলী খান আলী আকবর খান এবং বুদ্ধদেব দাসগুপ্ত তাহলে এই টপিকটা তোমরা কিন্তু খাতায় নোট করবে তোমরা কিন্তু দেখবে এইখান থেকে এক নম্বর পরীক্ষাতে প্রশ্ন পাবেই পাবে কারণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক যে কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নেক্সট দেখ 19 নম্বর প্রশ্ন বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? দেখো চারটি অপশন রয়েছে ত্রিবন্তপুরম, ব্যাঙ্গালুরু, বিশাখাপত্তনাম নাকি হায়দাবাদ? বিক্রম সারাবাহী মহাকাশ গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এ প্রশ্নের ত্রিবন্তপুরম। এবং এটি হচ্ছে ভারতীয় ভারতের কেরালা রাজ্যে অবস্থিত বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র। নেক্সট দেখো 20 ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পল্লবদের রাজধানী কোথায় ছিল? তো দেখো পল্লবদের রাজধানী ছিল সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চিপুরম। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো কমেন্টে জানাও। তারপর দেখে নাও যে তোমাদের 50 টি প্রশ্ন উত্তরের মধ্যে কার কতগুলো সঠিক হচ্ছে, কার কতগুলো ভুল হচ্ছে। তাহলে তোমরা পরীক্ষার শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতি এখন বর্তমানে কি রয়েছে সেটা কিন্তু যাচাই করতে পারবে। তোমরা 50 এর মধ্যে কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু লাস্টে কমেন্টে জানাবে। কে 40 পাচ্ছ কে 35 পাচ্ছ কে 45 পাচ্ছ? ওকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্স দেখ 21. ভারতের পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রচুর বার এই প্রশ্নটি অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ভারতের পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড ওয়ারেন হেস্টিংস? তো দেখো ভারতের পুলিশ ব্যবস্থার জনক বলা হয়? সঠিক উত্তর যাবে লর্ড কর্ণয়ালিসকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্স 22। আলেকজান্ডার কত সালে ভারতবর্ষ আক্রমণ করে? তো দেখো আলেকজান্ডার সঠিক উত্তর হয়ে যাবে 326 খ্রিস্ট পূর্বাব্দে। মানে খ্রিষ্ট জন্মের 326 বছর আগে তিনি কিন্তু ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এবং এই যুদ্ধটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত যেটা ঝিলাম নদীর তীরে হয়েছিল কার কার মধ্যে আলেকজান্ডার এবং রাজা পুরুর মধ্যে লড়াই হয়েছিল ওকে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল ঝিলাম নদী এই যুদ্ধটা কবে হয়েছিল 326 খ্রিস্ট পূর্বাব্দে ওকে এই টাইপের যে প্রশ্ন আসবে তা কিন্তু নয় প্রশ্নগুলো কিন্তু একটু ঘুরিয়েও দিতে পারে সুতরাং এই যে ইনফরমেশন গুলো এগুলো হয় মনে রাখবে না হলে কিন্তু খাতায় নোট করে রাখবে ফ্রেন্ডস। এরপর দেখ নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 23 নম্বর পাসকেল এটি কিসের একক? পাসকেল। খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর পাসকেল এটি হচ্ছে চাপের একক। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্স 24। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু রিসেন্ট তোমরা দেখবে 2024 এ যে পরীক্ষা হলো পুলিশের সম্ভবত কেপি মেনস পরীক্ষা হলো। তারপরে তোমাদের 2023 এ লেডি কনস্টেবলের মেনস পরীক্ষাগুলো হলো। তো এই টাইপের প্রশ্নগুলোতে দেখবে যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন পুলিশ পরীক্ষাতে দিচ্ছে। কি প্রশ্ন যে কোন ভূমিরূপ কিসের দ্বারা সৃষ্টি হয়? যেমন দেখো ঝুলন্ত উপত্যাকা ঝুলন্ত উপত্যাকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ। এটি কি দিয়ে তৈরি হয়? হিমবাহ কারণে নাকি নদীর ক্ষয়কার্যের কারণে নাকি আগ্নিয়গিরি নাকি সমুদ্র? তো দেখ ঝুলন্ত উপত্যাকা এটি সঠিক উত্তর হয়ে যাবে। টি হিমবাহের ক্ষয়কার্যের ফলে কিন্তু গঠিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্স দেখ 25। নিচের কোনটি একটি এক কোষী জীব নয়? দেখো প্রথমত অ্যামিবা এটা অবশ্যই এক কোষী। অ্যামিবা এটি হচ্ছে এক কোষী। ব্যাকটেরিয়া এটিও হচ্ছে এককষ। নীলাভ, সবুজ, শৈবাল এগুলো প্রত্যেকটি হচ্ছে এককষ। তাহলে ফিতাকর্মি এটি কিন্তু একখুশি প্রাণী নয়। এটা হচ্ছে বহুখুশি প্রাণী। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26। রাউড়কে কোন শিল্পের জন্য বিখ্যাত? রাউড়কেল্লা কোন শিল্পের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর হয়ে যাবে চারটি। অপশন দেখো লৌহ ইস্পাত শিল্প। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই যে রাউকেল্লা এটি হচ্ছে উড়িসার ব্রাহ্মণী নদীর তীরে কিন্তু অবস্থিত এই কারখানাটি। ওকে নেক্সট দেখ 27 এই যে গয়ডার রোগ গলা ফুলে যায়। এই গয়ডার রোগ এটি কিসের কারণে হয়? ওবিসিটি হাইপো থাইরয়েডিজম নাকি হাইপারথাইরয়েডিজম নাকি ডায়াবেটিস মেলিটাস? সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নটি কিন্তু সম্ভবত তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন। তো দেখো গয়টার এই রোগটি হয় সঠিক উত্তর হয়ে যাবে হাইপো থাইরয়েডিজম এর কারণে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে? নেক্স দেখ 28। ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? ওরাইজা স্যাটাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞান সম্মত নাম? ধান, গম, ভুট্টা নাকি আম। তো দেখো বিজ্ঞান সনমত নামগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে। ওকে? অথবা আমি কিন্তু খুব শীঘ্রই একটা ক্লাস করিয়ে দেব তোমাদের বিজ্ঞান সম্মত নামের উপর। কারণ এই টপিক থেকেও কিন্তু রিসেন্ট পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসছে। তো দেখ ধানের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্স দেখ 29। কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? কিসের উপস্থিতির ভিত্তিতে চামড়ার রং নির্ধারিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে মেলানিন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30। বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো বিজয় হাজারে ট্রফি এটি কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত? এই টপিক থেকে কিন্তু হামেশাই পুলিশ পরীক্ষাতে প্রশ্ন দেয় যে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো আমি একটি গুরুত্বপূর্ণ নোট তোমাদেরকে করে দিয়েছি। যেমন দেখো বিভিন্ন খেলা এবং সেই সমস্ত কাপ যেমন দেখো ফুটবল খেলার সাথে যুক্ত কোন কোন কাপ রয়েছে ফুটবল ডুরাল কাপ রয়েছে পরীক্ষাতে আসে সন্তোষ ট্রফি রয়েছে ইন্দিরা গান্ধী কাপ নেহরু গোল্ড কাপ ওকে ইউরো কাপ কোপা আমেরিকার কাপ তো এগুলো কিন্তু ফুটবল খেলায় দেওয়া হয় নেক্সট দেখো ক্রিকেট খেলার সাথে যুক্ত বিভিন্ন কাপগুলো কি কি যেমন দেখো এশিয়া কাপ রয়েছে এসএস ট্রফি রয়েছে ইরানি ট্রফি রয়েছে দেওধার ট্রফি রয়েছে রিলায়েন্স কাপ রয়েছে বিজয় হেজারে ট্রফি রয়েছে নেক্স ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের সাথে কোন কোন ট্রাফি যুক্ত উবের কাপ থমাস কাপ ওকে নেক্স হকি হকির সাথে যুক্ত কোন কোন ট্রফি রয়েছে গুরুক ট্রফি রয়েছে মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ রয়েছে নেহিরো ট্রফি রয়েছে ধ্যানচার ট্রফি রয়েছে লেডি রতন টাটা ট্রফি রয়েছে এগুলো হকি খেলার সাথে যুক্ত ওকে তাহলে এগুলো তোমরা খাতায় নোট করবে পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নেক্স দেখথ এইযে ইলেকট্রিক সুইচ এটি কে আবিষ্কার করেছিল ছিল। তো দেখো ইলেকট্রিক সুইচ এটি আবিষ্কার করেছিল। সঠিক উত্তর হয়ে যাবে জন হেনরি হোমস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারক যেগুলো বাছাই করা গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে রেখে দিয়েছি নোট আকারে। যেমন দেখো নিরাপত্তাবাদী কে আবিষ্কার করে? হামফ্রেড এভি। বৈদ্যুতিকবাদী কে আবিষ্কার করে? আলফা এডিসন। টেলিফোন কে আবিষ্কার করে? গ্রাহামমেল। টেলিভিশন এর আবিষ্কারক কে? জনলগি বিয়ার্ড বা জে এন বেয়ারড বেতার যন্ত্র কে আবিষ্কার করে মার্কনি স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করে জেমস ওয়াট এবং এক্সরসিকে আবিষ্কার করে রন্ডোজেন ওকে তো এগুলো খাতায় নোট করবে আমি আবার বলছি পরীক্ষায় তোমরা কিন্তু দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ফ্রেন্ডস এরপরে নেক্সট দেখো 32 নম্বর মহাবিষুপ কবে হয় দেখো বিষুপ কথার অর্থ কি বিষুপ কথার অর্থ হচ্ছে সমান বিষুপ কথার অর্থ কি বিষুপ কথার অর্থ হচ্ছে সমান অর্থাৎ এই মহাবিশবের দিনে কিন্তু পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়। এই যে পৃথিবীর যে কক্ষপথ দেখো রয়েছে তো পৃথিবী কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এর ফলে কখনো সূর্য লম্বভাবে পড়ছে কখনো সূর্য কিন্তু সূর্যরশিটা তির্যকভাবে পড়ছে। তো দেখো এই দুটো অবস্থানে দেখো এই দুটো অবস্থানে দেখো একেবারে সমানভাবে পড়ছে। অর্থাৎ এই দুটো অবস্থানে কিন্তু পৃথিবীর দিনরাত্রি সমান হয়। একটা হচ্ছে মহাবিশুভ হয়। একটা হচ্ছে জলবি হয়। ওকে? তাহলে মহাবিশুপটা কবে হয়? মনে রাখবে মহাবিষুবটা হয় হচ্ছে 21শে মার্চ। 21শে মার্চ এবং আরেকটি দিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় তাকে বলা হচ্ছে জলবিসুপ। সেটা হয় কবে? 23শে সেপ্টেম্বর। সেটা হয় 23শে সেপ্টেম্বর। যাকে জলবিসুপ বলা হয়। তাহলে এই মহাবিষুপ মানে 21শে মার্চ এবং জলবিষুপ। এই 23শে সেপ্টেম্বর এই দুটো দিনে পৃথিবীর দিন-রাত্রি সর্বদা সমান হয়। ওকে? তো এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। দেখো কোন কোন প্রশ্নগুলো আসে। আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন দেখো কর্কট সংক্রান্তি কবে হয়? পরীক্ষাতে আসে 21শে জুন। মকর সংক্রান্তি কবে হয়? 22শে ডিসেম্বর। জলবিশ্বপটা এখনই বললাম 23শে সেপ্টেম্বর। আরেকটা দেখো হয় অপুসুর অবস্থান। অপুসুর মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি হয় এই দিনটিতে। চৌঠা জুলাই এবং আরেকটা হয় অনুসুর অবস্থান। এই দিনটিতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে কম হয়। ওকে? তাহলে এই ভৌগোলিক দিবসগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো তোমরা যদি এইভাবে একটু বাছাই করে পড়াশোনা করতে পারো দেখবে কিন্তু পরীক্ষাতে অল্প পড়ে ভালো রেজাল্ট করতে পারবে। ওকে? তোমরা দেখবে বইতে প্রচুর টপিক রয়েছে। প্রচুর টপিক প্রচুর প্রশ্ন রয়েছে। কিন্তু এখন পরীক্ষার শেষ মুহূর্তে অত টপিক অত প্রশ্ন পড়া যাবে না। একটু বাছাই করে স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। তো এইভাবে তোমরা যদি বিষয়গুলোকে আয়ত্তে রাখতে পারো মনে রাখতে পারো দেখবে পরীক্ষাতে এখান থেকেই প্রশ্ন আসবে এবং তোমরা খুব সহজে কিন্তু উত্তরগুলো করে আসতে পারবে। ওকে? নেক্স 33 সংসদের যৌথ অধিবেশন কে আহ্বান করে? যৌথ অধিবেশন মানে একটা হচ্ছে রাজ্যসভা। একটা হয় লোকসভা। তো এই যে দেখো সংসদ ভবন নতুন সংসদ ভবন। এখানে দুটো কক্ষ আছে। একটা হচ্ছে উচ্চকক্ষ রয়েছে। একটা হচ্ছে নিম্নকক্ষ রয়েছে। উচ্চকক্ষ মানে রয়েছে রাজ্যসভা এবং নিম্নকক্ষ মানে রয়েছে লোকসভা। অর্থাৎ যখন এই দুটো সভারই যৌথ অধিবেশন হয়। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। লোকসভা এবং রাজ্যসভা। তখন সেটা কে আহ্বান করেন? তখন সেটা কে আহ্বান করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি? তো দেখ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যখন সংসদের যৌধ অধিবেশন হয় তখন সেটা আহ্বান করেন মাননীয় রাষ্ট্রপতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্স 34 রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো দেখো প্রাচীন সময় থেকে কিন্তু বিভিন্ন সভ্যতা বিভিন্ন গুরুত্বপূর্ণ সভ্যতা বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর তীরে গড়ে উঠেছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে রোমান সভ্যতা। তো এই রোমান সভ্যতাটা কোন নদীর তীরে গড়ে উঠেছে? রাভি নদী, সিন্ধু নদী, টাইবার নদী নাকি নীলনদ? তো রোমান সভ্যতার সঠিক উত্তর হয়ে যাবে এটি টাইবার নদীর তীরে গড়ে উঠেছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সভ্যতা দেখে নেব। যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো তোমাদের পরীক্ষাতে হামেশা আসে মিশরীয় সভ্যতা এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? নীল নীলনদ সুমেরিয় সভ্যতা ইউফ্রেটিস এবং টাইগ্রিস। সিন্ধু সভ্যতা আমাদের ভারতীয় উপমহাদেশের এটা হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। চৈনিক সভ্যতা এটি হচ্ছে হুয়াংহ নদীর তীরে গড়ে উঠেছিল। তো এই যে বিভিন্ন প্রাচীন গুরুত্বপূর্ণ সভ্যতা এগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 35 চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্স এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্স এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান নাকি আসামসোল? তো দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্স এটি পশ্চিম বর্ধমানে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্ভবত এই প্রশ্নটি তোমাদের পুলিশ পরীক্ষার পি ওয়াই কিউ প্রশ্ন। নেক্সট দেখো 36। সঙ্গীতা আরণ্যক মহাভারত উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? বেদ কত প্রকার? বেদ হচ্ছে চার প্রকার। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। ওকে? তাহলে এই চারটি বেদের অন্তর্গত কোনটি নয়? সংহীতা, আরুণ্যক, মহাভারত নাকি উপনিষদ? তো সংহীতা এটি কিন্তু বেদের অংশ। আরণ্যক এটিও বেদের অংশ। উপনিষদ এটিও বেদের অংশ। তাহলে মহাভারত হয়ে যাবে সঠিক উত্তর। কারণ রামায়ণ, মহাভারত এগুলো কিন্তু বেদের থেকে আলাদা স্বতন্ত্র একটি মহাকাব্য। ওকে? তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্স দেখ কম্পিউটার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ, র্যাম, রম নাকি এমএস ওয়ার্ড? তো দেখো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে? তো দেখো তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের প্রশ্ন বেশি হয়ে গিয়েছে নাকি কম প্রশ্ন করালে ভালো হয়? ক্লাসটা বড় হয়ে গেছে নাকি ছোট হয়ে গেছে? তোমরা একটু ফিডব্যাক আমাকে একটু কমেন্টে জানাবে। তাহলে আমি কিন্তু পরবর্তীতে সেইভাবে ক্লাসগুলো আনবো। ওকে? নেক্স 38। ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ, ভার্নিয়ার স্কেল, ব্যারোমিটার নাকি ওডোগ্রাফ। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পাশাপাশি মনে রাখবে যে ভূমিকম্প সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সিসমোলজি। পরীক্ষাতে আসে। আর যদি বলা হয় সিসমোগ্রাফ যন্ত্রের ভূকম্প গ্রাফ মাপা হয় কিসের সাহায্যে? সেটা কিন্তু হয়ে যাবে রিক্টার স্কেলের মাধ্যমে। ওকে? নেক্সথ। পোলিওটিকা কে আবিষ্কার করেছিল? পলিওটিকা লুইপাসুর জোনাস সালক আলেকজান্ডার ফ্লেমিং নাকি কার্ল লস্টেইনার সঠিক উত্তর হয়ে যাবে পলিওটিকা এটি আবিষ্কার করেছিল জোনাস সালক অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্স দেখ 40 রেসারপিন কোন গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায় রেসারপিন কোন গাছের ছাল ও মূল থেকে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে সর্বগন্ধা গাছের ছাল এবং মূল থেকে পাওয়া যায়তো তো এই রেসারপিন কি কাজে লাগে? এই রেসারপিন উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেসার উচ্চ রক্তচাপ কমানোর জন্য এই রেসারপিনটা কিন্তু ব্যবহার করা হয়। নেক্স দেখ 41 একটি ডায়নামো তে কি ঘটে? কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? একটি ডায়নামো বা জেনারেটরে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়? সঠিক উত্তর কি হবে? তো দেখো একটি ডায়নামোতে সেটা যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়। কিভাবে? যন্ত্রের সাহায্যে সেটি চলছে এবং সেখান থেকে কি উৎপন্ন হচ্ছে? বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ওকে? পিছন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস এরপরে দেখ নেক্সট 42। সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কততম সংবিধান সংশোধনী ভারতীয় সংবিধানের প্রস্রামনা সংশোধিত হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা সংশোধিত হয়? বল সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো সংবিধান সংশোধনী থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী রয়েছে দেখো সেগুলো নোট আকারে দেওয়া রয়েছে যেমন দেখো 36 তম সংবিধান সংশোধনী এই সংশোধনীর মাধ্যমে যে সিককিম রয়েছে আমরা যে ঘুরতে যাই না গ্যাংটকে পাহাড়ে গ্যাংটক সে সিকিম সেই রাজ্যটা কিন্তু আগে ভারতের অন্তর্ভুক্ত ছিল না তো এই সংবিধান সংশোধনীর মাধ্যমে সিককিমকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করা হয় নেক্সট দেখো 42 তম সংবিধান সংশোধনী এটিও ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো 42 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো কিন্তু আমাদের সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এবং অখন্ডতা এই তিনটি শব্দ আমাদের প্রস্তাবনায় যোগ করা হয় যেটা আমি প্রশ্নেই বললাম ওকে নেক্স দেখ 44 তম তো এই সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয় 61 তম সংশোধনী তো এই সংশোধনীর মাধ্যমে আগে 21 বছরের নিচে কিন্তু ভোট দেওয়া যেত না তো সেটাকে কমিয়ে 18 বছর করা হয় এবং 101 এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 101 তম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি ট্যাক্স বা গুড এন্ড সার্ভিস ট্যাক্স এটা কিন্তু প্রবর্তন হয়। ওকে নেক্স দেখ 43 কোন ভারতীয় রাজা দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন? ইতিহাসের প্রশ্ন। কোন ভারতীয় রাজা দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অশোক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্স দেখ 44 স্ম্যাশ এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল নাকি হকি? সঠিক উত্তর হবে ভলিবল। ওকে? তো বিভিন্ন শব্দ রয়েছে কিন্তু বিভিন্ন খেলার সাথে যুক্ত। যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসে। দেখো কি কি? যেমন দেখো এসেজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, স্ম্যাশ, ভলিবল, ক্যাডেল, গলফ, বেস স্টোক, বাটারফ্লাই, এটি সাতার, নকআউট, জ্যাব। এটা হবে বক্সিং এলবিডব হবে ক্রিকেট প্রিভটটি টিটা কিন্তু পরীক্ষাতে আছে গলফ ওকে তাহলে এগুলো কিন্তু নোট করে রাখবে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্স দেখ 45 নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ পোলিও গুটি বসন্ত কলেরা নাকি মামস তো দেখ ব্যাকটেরিয়া ঘটিত রোগ সঠিক উত্তর হয়ে যাবে কলেরা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর কলেরা রোগের জীবাণুর নাম হচ্ছে ভিব্রিও কলেরি ওকে নেক্সট 46 ডেভিড কপারফিল্ড এর সাথে যুক্ত চার্লস ডিকেন্স জেমস বন্ড তিনি কিসের সাথে যুক্ত তো দেখো এগুলো হচ্ছে চরিত্র ডেভিড কপারফিল্ড এই চরিত্রের স্রষ্টা কে চার্লস ডিকেন্স জেমস বন্ড এই চরিত্রটি কে সৃষ্টি করেছেন এটাও তোমাদের কিন্তু সম্ভবত পুলিশ পরীক্ষাতে এসেছিল তো দেখো এখন কিন্তু পুলিশ পরীক্ষা আমি আবারও বলছি প্রশ্নগুলো কিন্তু মডারেট হচ্ছে এখন কিন্তু ওই সময় আর নেই যে তোমাদের বাংলা সাহিত্য থেকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র দিয়ে দিল যেমন নন্টে ফন্টে কার সৃষ্টি তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন আসছে না এখন আসছে কি এখন তোমাদের আন্তর্জাতিক যে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে জেমস বন্ড এই চরিত্রটির স্রষ্টা কে সঠিক উত্তর হয়ে যাবে ইয়ান ফ্লেমিং অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্স 47 ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি ভীষণ একটি গুরুত গুরুপণ প্রশ্ন সঠিক উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্স 48 কত সালে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান শুরু করেন তো দেখো ডান্ডি অভিযান তিনি শুরু করেন 1930 সালের 1930 সালের 12ই মার্চ তারিখটা হচ্ছে 12ই মার্চ তিনি কিন্তু ডান্ডি অভিযান শুরু করেন কত কিমি 385 কিমি তার কিন্তু ডান্ডি অভিযানটা ছিল ওকে দেখো গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে লেখা রয়েছে যে 12ই মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত 24 দিনের মধ্যে কিন্তু এই পদযাত্রাটি তিনি সংঘটিত করেছিলেন। এই পদযাত্রাটি কিন্তু সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। এটাও পরীক্ষাতে আসে যে গান্ধীজি তিনি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেন সবরমতি আশ্রম থেকে। এবং এটি কিন্তু বিস্তৃত ছিল 239 মাইল বা 385 কিমি। ফ্রেন্ডস এরপর দেখ নেক্সট 49 গর্বানাচ কোন রাজ্যের অন্তর্গত দেখ নাচগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে গরবা নৃত্য এটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট গুজরাটের বিখ্যাত একটি নৃত্য হচ্ছে গরবা গরবা নৃত্য নেক্স দেখফ কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি থাকে দেখো লিভার তিন প্রকার একটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার মনে রাখবে যে প্রথম শ্রেণীর লিভারে কিন্তু যান্ত্রিক সুবিধা একের বেশিও হতে পারে একের কমও হতে পারে অথবা একের সমানও হতে পারে কিন্তু সর্বদা দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা এক এর থেকে বেশি হয় আর তৃতীয় শ্রেণীর লিভারের সর্বদা যান্ত্রিক সুবিধা কিন্তু এক এর থেকে কম হয় তোমাদের এই চ্যাপ্টারটি যখন করানো হবে ব্যাচ কোর্সে তোমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে যে এর কারণ কি কারণ এখানে কিন্তু এই যে ভর বল এবং আলম্বের ব্যাপারগুলো থাকে ওকে তাহলে আমরা দেখলাম কি সর্বদা এক এর বেশি হয় কোন শ্রেণীর লিভারে? দ্বিতীয় শ্রেণীর লিভারে সর্বদা সবসময় কিন্তু এক এর থেকে বেশি হবে যান্ত্রিক সুবিধা। ওকে? তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 50 টি জিকে প্রশ্নোত্তর। তোমরা এই 50 টি জিকে প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে কার কতগুলো ঠিক হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে ফিডব্যাক দেবে এবং সেই অনুযায়ী আমি কিন্তু পরবর্তীতে তালে বুঝতে পারব। আর তোমাদের যেটা প্রথমেই বললাম যে তোমাদের পুলিশ কনস্টেবলের জন্য একটা আমাদের সিআরপি একাডেমী থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে। সেটা হচ্ছে পুলিশ তিরন্দাজ ব্যাচ। যেখানে তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু চ্যাপ্টার ধরে ধরে পিলি এবং মেনস পরীক্ষার জন্য করানো হচ্ছে। বিষয়ভিক্তি ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত কিছু কিন্তু করানো হচ্ছে। আগামী 30শে মে থেকে এই ব্যাচ শুরু হবে এবং এই রুটিন অনুযায়ী সোম থেকে শনি কিন্তু ক্লাস রয়েছে। তোমরা একটু ভিডিওটিকে পজ করে এই রুটিনটা দেখে নেবে কি কি রয়েছে এবং রুটিন মাফিক যদি ক্লাস কেউ মিস করো তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পরবর্তীতে পেয়ে যাবে। তোমরা এই নম্বরে যোগাযোগ করে নেবে এবং তোমরা যারা এসআই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো পুলিশ সাব ইন্সপেক্টর ডবলিউপি এবং কেপি তো তোমাদের এসআই প্রিলি ও মেনস পরীক্ষার জন্য কিন্তু আমাদের অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নতুন একটা ব্যাচ শুরু হয়েছে সেটা হচ্ছে 27শে মে থেকে ডবল স্টার বাহুবলী ব্যাচ ওকে এই ব্যাচেও তোমরা কিন্তু প্রিলি ও মেনস পরীক্ষার জন্য প্রিপারেশন পেয়ে যাবে একেবারে বেসিক লেভেল থেকে প্রথম থেকে প্রিপারেশন করানো হচ্ছে এবং এটা হচ্ছে ডবল স্টার বাহুবলী ব্যাচের রুটিন এসআই ব্যাচের রুটিন তোমরা এই রুটিন মাফি কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। এই রুটিন মাফি ক্লাসগুলো চলছে। আমাদের একটাই অফিশিয়াল হয়াপ নম্বর। তোমাদের যার যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারো। এবং অবশ্যই তোমরা যদি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো অবশ্যই তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কারণ আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত ফ্রিতে আমরা এই সমস্ত ক্লাসের পিডিএফ অন্যান্য পিডিএফ গুলো প্রোভাইড করে থাকি। পাশাপাশি প্রত্যেকদিন বিষয়ভিক্তিক মক টেস্ট নেওয়া হয়। দেখো এই টাইপের মক টেস্ট গুলো নেওয়া হয়। প্রত্যেকদিন প্রত্যেক সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট নেওয়া হয় 100 নম্বরের। ওকে? তো তোমরা যদি এখনো আমাদের এই সিআরপি একাডেমি অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো টেলিগ্রাম এ গিয়ে সার্চ করো সিআরপি একাডেম আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার লিংক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। সেখান থেকেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ওকে? তো এই হলো আজকের প্রথম ক্লাস। ধন্যবাদ।
Share:
Paste YouTube URL
Enter any YouTube video link to get the full transcript
Transcript Extraction Form
How It Works
Copy YouTube Link
Grab any YouTube video URL from your browser
Paste & Extract
Paste the URL and we'll fetch the transcript
Use the Text
Search, copy, or save the transcript
Why you need YouTube Transcript?
Extract value from videos without watching every second - save time and work smarter
YouTube videos contain valuable information for learning and entertainment, but watching entire videos is time-consuming. This transcript tool helps you quickly access, search, and repurpose video content in text format.
For Note Takers
- Copy text directly into your study notes
- Get podcast transcripts for better retention
- Translate content to your native language
For Content Creators
- Create blog posts from video content
- Extract quotes for social media posts
- Add SEO-rich descriptions to videos
With AI Tools
- Generate concise summaries instantly
- Create quiz questions from content
- Extract key information automatically
Creative Ways to Use YouTube Transcripts
For Learning & Research
- Generate study guides from educational videos
- Extract key points from lectures and tutorials
- Ask AI tools specific questions about video content
For Content Creation
- Create engaging infographics from video content
- Extract quotes for newsletters and email campaigns
- Create shareable memes using memorable quotes
Power Up with AI Integration
Combine YouTube transcripts with AI tools like ChatGPT for powerful content analysis and creation:
Frequently Asked Questions
Is this tool really free?
Yes! YouTubeToText is completely free. No hidden fees, no registration needed, and no credit card required.
Can I translate the transcript to other languages?
Absolutely! You can translate subtitles to over 125 languages. After generating the transcript, simply select your desired language from the options.
Is there a limit to video length?
Nope, you can transcribe videos of any length - from short clips to multi-hour lectures.
How do I use the transcript with AI tools?
Simply use the one-click copy button to copy the transcript, then paste it into ChatGPT or your favorite AI tool. Ask the AI to summarize content, extract key points, or create notes.
Timestamp Navigation
Soon you'll be able to click any part of the transcript to jump to that exact moment in the video.
Have a feature suggestion? Let me know!Get Our Chrome Extension
Get transcripts instantly without leaving YouTube. Install our Chrome extension for one-click access to any video's transcript directly on the watch page.